December 11, 2025, 2:40 pm

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা সিটি সেন্টার, স্থানীয় অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াবে উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক

Reporter Name

এম ইমরান বিন ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে উদ্বোধন হলো আনোয়ার সিটি সেন্টার।
দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক বলেছেন, দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাচ্ছে তার প্রমাণ আজকের আনোয়ারা। মফস্বলে এমন দৃষ্টিনন্দন বিপণীকেন্দ্র মানুষের শহরমুখিতা কমাবে। একই ছাদের নিচে সবকিছুই মিলবে এই মার্কেটে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা সিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এম এ মালেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বলেন, চট্টগ্রামবাসী একজন মানুষকে নিয়ে গর্ব করতে পারেন– তিনি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। দেশের ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তিনি অর্থনীতির চাকা সচল রেখেছেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। সারাবিশ্বের মানুষ এক নামে তাঁকে চিনে এটাই আমাদের পরম পাওয়া। স্বাধীনতার পর চট্টগ্রাম থেকে তিনি প্রথম সরকার প্রধান হয়েছেন। আমরা দোয়া করি তাঁর মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশ আরো সমৃদ্ধ হোক। তিনি বলেন, আনোয়ারার অত্যাধুনিক এই মার্কেট স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা–বাণিজ্য সম্প্রসারিত হবে। বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে। এমন একটি বাণিজ্যিক কেন্দ্র যিনি প্রতিষ্ঠা করেছেন তাকে সাহসী উদ্যোক্তা হিসাবে শ্রদ্ধা জানাই। সুন্দর সাজসজ্জা, সুপরিসর পার্কিং, লিফট, স্কেলেটর, মসজিদ, লবি, খোলামেলা চলাচলের পথসহ সবকিছু মিলে শহরের সেরা মার্কেটগুলোর মতোই আনোয়ারা সিটি সেন্টার নির্মিত হয়েছে। এ সময় মার্কেটের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী এস এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, এপিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান কবির, এপিকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আবু সুফিয়ান, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী, মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সোহরাব হোসেন ফাহিম, প্রকৌশলী হামিদ হাসান আলভী প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন বলেন, শিল্প ও ব্যবসা–বাণিজ্যে আনোয়ারা বরাবরই সম্ভাবনাময়। আনোয়ারায় আধুনিক শপিংমল আনোয়ারা সিটি সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন দিগন্তের উম্মোচন হলো।

জামায়াত নেতা মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আনোয়ারায় এতদিন বড় কোনো শপিংমল ছিল না। আনোয়ারা সিটি সেন্টার সেই অভাব ঘুচিয়ে দিল।

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যকেন্দ্র আনোয়ারা জয়কালী বাজার সংলগ্ন ব্যস্ততম লোকেশনে চালু হওয়া এই মার্কেটের প্রতি ফ্লোরে রয়েছে ১৬ হাজার বর্গফুট মার্কেট স্পেস। রয়েছে ১৮০টির বেশি দোকান, সুপ্রশস্ত করিডোর, খোলামেলা পরিবেশ। থাকছে ক্যাপসুল লিফট ও স্কেলেটর। আসন্ন ঈদ উপলক্ষে কেনাকাটায় থাকছে বিশাল ছাড়।

আনোয়ারা সিটি সেন্টারের মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সোহরাব হোসেন ফাহিম বলেন, প্রথম দিন থেকে এই মার্কেট ক্রেতা সাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কেট উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া–মুনাজাত ও চাটগাঁইয়া মেজবানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা